বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:০৯
Home / অনুসন্ধান / যুক্তরাষ্ট্রের অস্ত্র এবং গোলাবারুদ নির্মাণের সঙ্গে জড়িত শিল্প চাঙ্গা হয়ে উঠেছে

যুক্তরাষ্ট্রের অস্ত্র এবং গোলাবারুদ নির্মাণের সঙ্গে জড়িত শিল্প চাঙ্গা হয়ে উঠেছে

মধ্যপ্রাচ্যের দেশগুলো মজুদ করবে অস্ত্র ও গোলাবারুদ / মুসলমানদের রক্তে পশ্চিমা ও আমেরিকার বিজনেস চাঙ্গা

এই ধংসস্তুপের উপর দিয়ে পশ্চিমাদের অর্থের চাকা ঘুরে দাড়াচ্ছে ...!!!
এই ধংসস্তুপের উপর দিয়ে পশ্চিমাদের অর্থের চাকা ঘুরে দাড়ায় …!!!

বিদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের অস্ত্র এবং গোলাবারুদ নির্মাণের সঙ্গে জড়িত শিল্প চাঙ্গা হয়ে উঠছে। মধ্যপ্রাচ্য এবং অন্যান্য এলাকায় চলমান যুদ্ধের চাহিদা মেটানোর জন্য এ সব শিল্প চাঙ্গা হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদি হবে বলে যখন জল্পনা-কল্পনা চলছে, তখন মার্কিন রণশিল্পের রমরমা অবস্থা বিরাজ করছে। অস্ত্র বাজারের সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক নির্বাহী কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, অস্ত্র ব্যবসায় যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রবৃদ্ধি ঘটবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো পাঁচ থেকে ১০ বছরের জন্য অস্ত্র ও গোলাবারুদ মজুদ করতে চাইছে। তারা বলেছে, আইএসের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘ দিন ধরে চলবে। এ পরিস্থিতিতে মার্কিন লকহিড মার্টিন কর্পোরেশন তাদের কারখানায় তৃতীয় শিফট চালু করেছে। এ কারখানায় ২০০০ পাউন্ড আকাশ থেকে ভূমিতে নিক্ষেপকারী স্টেলথ ক্ষেপণাস্ত্র বানানো হবে। এদিকে পেন্টাগনের প্রধান অস্ত্র ক্রেতা ফ্রাংক কেনডালের বরাত দিয়ে বলা হয়েছে, লকহিড, রেথন এবং বোয়িং কোম্পানির সঙ্গে অস্ত্র উৎপাদন জোরদার করার জন্য কাজ করছে মার্কিন সেনাবাহিনী। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন গোলা তৈরি নিয়ে এ কাজ চলছে বলে এ খবরে জানানো হয়েছে। এছাড়া গাড়ি নির্মাণের সঙ্গে জড়িত কারখানাগুলোর এ যুদ্ধের সুফল ভোগ করছে। এর আগে তারা যে সব গাড়ি সরবরাহ করেছে এখন সেগুলো ব্যবহার করছে আইএস। রয়টার্স।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

সিলেটের পবিত্র মাটি আবারও কলংকিত হলো রায়হানের রক্তে!

পুলিশ ফাড়িতে যুবক হত্যা: সিলেটজোড়ে চলছে রহস্য! এলাকাবাসীর প্রতিবাদ!! সিলেট নগরীতে রায়হান নামক এক যুবকের ...