শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৯:১৩
Home / দেশ-বিদেশ / রাঙামাটিতে মসজিদের ইমামকে গুলি করে হত্যা

রাঙামাটিতে মসজিদের ইমামকে গুলি করে হত্যা

imagesকমাশিসা ডেস্ক ::

রাঙামাটির লংগদু উপজেলায় হাফেজ ইমাম হোসেন (৩৫) নামে মসজিদের এক ইমামকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক তরুণ।

শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বগাচত্বর ইউনিয়নের রাঙীপাড়া ৩ নম্বর হেলিপ্যাড মসজিদের ইমাম ছিলেন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে হাফেজ ইমাম হোসেনকে গুলি করে তারই সাবেক ছাত্র আল আমিন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে চিকিসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে তিনি।

এদিকে এলাকাবাসী ঘটনার পর ঘাতক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অঞ্জন কুমার দেব জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত না করে বলা যাবে না। সময়বার্তা।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...