বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৬:০৮
Home / আর্ট-ক্যালিগ্রাফি / ক্যালিওগ্রাফি প্রতিগোগিতা

ক্যালিওগ্রাফি প্রতিগোগিতা

কমাশিসা ডেস্ক: আবিদ রাহমান

নূরাণী চশমা ঘর মৌলভীবাজার- ক্যালিওগ্রাফি প্রতিগোগিতা:

ইসলামি সংস্কৃতির অনিন্দ্য সুন্দর হৃদয়চ্ছবি

11947799_423569401169579_4498357052449610775_oআপনার সংগ্রহে থাকা সুন্দর ক্যালিওগ্রাফিটি কমেন্টে প্রদর্শন করুন আর প্রতিযোগিতায় জিতে নিন একশত টাকার ফ্লেক্সিলোড আজ শুক্রবার রাত এগারোটার আগেই।
মুসলিম সংস্কৃতির এক প্রাচীন নিদর্শন ক্যালিওগ্রাফি। আগেকার যুগের রাজা বাদশারা মুদ্রায় তাদের স্বাক্ষর দিতেন ক্যালিওগ্রাফি করা হরফের মাধ্যমে। এমনকি রাসূলে আকরাম স. এর নবুওতির সীল মোহরেও ক্যালিওগ্রাফি করা হরফ লেখা ছিলো।
লেখার শিল্পেই তার ভাবার্থ ভেসে ওঠে এর মাধ্যমে। আরবি হরফে এ শিল্পের সুত্রপাত হলে আজকাল সব ভাষায়ই এ গ্রহনযোগ্যতা ও প্রয়োজনীয়তা প্রকাশ পেয়েছে। বড় বড় কিতাবাদীর নামও এ ডিজাইনেই লেখা হয়েছে। কাবা শরীফের গিলাফেও এর প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়। ছোট বেলায় দেখতাম কওমি মাদরাসায় বাঁশের কলম দ্বারা এ শিল্পের পরিচর্যা শেখানো হতো। আজ তা হারিয়েই গেছে। আদিকালে সম্রাটদের রাজ সিংহাসনের উপরে সাটানো থাকতো এ অনিন্দ্য সুন্দর শিল্পটি। সমাজে ঐতিহ্যবাহী মুসলিম সংস্কৃতির অংশ ক্যালিওগ্রাফি সম্পর্কে সচেতনতা বাড়াতে আমাদের আজকের আয়োজন।
প্রতিযোগিতার মূল আয়োজক- নূরাণী চশমা ঘর, চৌমুহনা, মৌলভীবাজার (একটি সূলভ মূল্যের উন্নত চশমার দোকান)।12011395_423569394502913_5559359820766934772_n

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

পৃথিবীর সবচেয়ে পুরনো ১০টি শহরের কথা

সাকিব মুস্তাবি : দেড় কোটি মানুষের আবাসস্থল আমাদের প্রাণের শহর ঢাকা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ...