শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:০০
Home / অনুসন্ধান / খামেনিকে বোকা বানালেন পুতিন !

খামেনিকে বোকা বানালেন পুতিন !

রোকন রাইয়ান ::

putin-400x300রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইরান সফরে খামেনিকে প্রাচীন আমলের কুরআন উপহার দিয়ে আলোচনায় এসেছিলেন। সেই আলোচনা শেষ না হতেই শুরু হলো নতুন বিতর্ক। কুরআন শরিফটি নাকি মূল কুরআনের ফটোকপি।

আল আরাবিয়া ডটনেট এক প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন চালাক প্রকৃতির এটা সবার জানা। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গেও এমনটি করবেন এটা সত্যিই অবিশ্বাস্য।

রাশিয়া ইরান সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে গত সপ্তায় তেহরান সফর করেন পুতিন। এ সময় আয়াতুল্লাহ খামেনিকে খেলাফত বনু উমাইয়া আমলের একটি কুরআন শরিফ উপহার দেন তিনি। স্বাভাবিকভাবেই আলোচনায় চলে আসে বিষয়টি। তবে সাংবাদিক ও বিশ্লেষকরা এটি খুঁটিয়ে দেখার পর বুঝতে পারেন এটি আসল কুরআন নয়, বরং ফটোকপি। বিষয়টি প্রকাশের পর স্যোসাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে।

বিষয়টি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দেমেত্রি বেস্কোফ দুঃখ প্রকাশ করেছেন। তবে পুতিন এ বিষয়ে এখনো মুখ খুলেননি।

মস্কো ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষণা কেন্দ্র থেকে বলা হয়েছে, পুতিন খামেনিকে যে কুরআন উপহার দিয়েছেন সেটি বনু উমাইয়ার শেষ খলিফা মারওয়ান বিন মুহাম্মদ বিন হাকিমের আমলে তৈরি। -আল আরাবিয়া উর্দু

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

আল্লামা আহমদ শফীকে কি আসলেই তিলে তিলে হত্যা করা হয়ছে?

আল্লামা শফী সাহেবের মৃত্যু নিয়ে ওনার খাদেম  শফীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নেওয়া হয়েছে ২১ সেপ্টেম্বর ২০২০। ...