জিয়া রাহমান ::
মুনাফিকদের জন্যে সব জায়গায়ই লাঞ্ছনা, গঞ্জনা আর অপদস্থতা৷ কিছু মুসলিম, কিছু কাফির৷ যে মুখে আল্লাহর নাম আবার সে মুখেই রাম রাম ভগবান৷ এমনটা কখনোই গ্রহণযোগ্য নয়৷ ইসলাম আর কুফর কখনোই এক অন্তরে জমায়েত হয় না৷
হয় খাঁটি মুসলিম, না হয় খাঁটি কাফির৷ এর মাঝামাঝির নামই নিফাক৷ আর মুনাফিকদের জন্যে তো লাঞ্ছনা আর অপদস্থতা অবধারিতই৷ যার প্রকৃষ্ট উদাহণ ভারতীয় বলিউড স্টার আমির খান, শাহরুখ খানদের বর্তমান করুণ পরিণতি৷ যে আমির খানকে থাপ্পড় মারার পুরস্কার লাখ টাকা ঘোষিত হয়, সেই আমির খান মা-কালির চরণে পূজো দিয়ে ভারত-মাতার সন্তুষ্টি (?) অর্জন করত৷ আজ সেই সন্তুষ্টি কোনোই কাজে আসছে না৷
আসলে মুনাফিকদের জন্যে দুনিয়াতেও অপমান, আখেরাতেও জাহান্নামের সর্বনিম্ন স্থান৷
লেখক : গবেষক আলেম ও এক্টিভিস্ট