এলিজি
আয়লানের জন্য কবিতায় যে শব্দ নিয়ে আসি,সে হুঁ হুঁ করে রোদন করে।
জগতের সকল কান্নাকে তুমি বুকে নিয়ে সাগরের ভেতর থেকে কথা বলছো আয়লান
মানবতার সকল ক্ষতস্থান বুকে নিয়ে কালের বালুচরে তুমি ঘুমিয়ে পড়েছো আয়লান
আমাদের হৃদয়হীনতাকে পদাঘাত করে বেদনা ও লজ্জায় তুমি চলে গেছো আয়লান
তুমি চলে গিয়ে বলে গেছো মানুষের বসবাস এখানে হবার নয়, আয়লান
তুমি স্বজাতির জীবিত লাশগুলোর চেয়ে অধিক জীবিত
তুমি আমাদের পরাজিত সত্তার চেয়ে অধিক মহীয়ান
তুমি আমাদের ক্লীব দিন অচেতন রাত ও আত্মগত পাশবিকতাকে ধিক্ষার দিতে দিতে চলে গেছো আয়লান
একটি শিশুর জন্য যখন শোয়াশ ‘ কোটি জীবনও যথেষ্ট নয়,সেগুলো কেমন জীবন?
একটি মৃত্যু ছয়শো ‘ কোটি দ্বিপদকে জানিয়ে গেলো কেন পশুর অরণ্যে বেঁচে থাকা বিবেকের বেঁচে থাকা নয় ?
এক আয়লান শত কোটি বিবেকের কবরের উপর উড়িয়ে দিয়েছে প্রশ্নের পতাকা
একুশ শতকের বাতাসে সেই প্রশ্ন আজ গর্জন করছে কেবলই
কান পাতো, শুনতে পাচ্ছো আয়লানের সুর?
তোমরা মানুষ নও,তোমরা মানুষ নও
মুসলিম বহুদূর!!