বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ২:২৪
Home / আফ্রিকা / ৯২ ভাগ মুসলমানের দেশ সেনেগালে নারীদের নেকাব পড়া নিষিদ্ধ

৯২ ভাগ মুসলমানের দেশ সেনেগালে নারীদের নেকাব পড়া নিষিদ্ধ

নেকাববিদেশ ডেস্ক :: শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশ সেনেগালে নারীদের নেকাব পড়া নিষিদ্ধ করেছে সেদেশের সরকার। নাইজেরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী বোকো হারামের আত্মঘাতী হামলা প্রতিরোধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়।
সেনেগালিজ সরকার জানায়, সম্প্রতি তরুণী নারীদের দ্বারা আত্মঘাতী হামলার পরিমাণ ব্যাপকহারে বেড়ে গেছে। আর এই কারণে পুরো মুখ ঢেকে নেকাব পড়া নিষিদ্ধ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুলাই দাওয়াদা ডিয়ালো বলেন, সেনেগাল সম্ভাব্য সন্ত্রাসী হামলা থেকে রেহাই না পাওয়ায় এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ দিয়ে সংগ্রামে শুরু হয়। আমরা সবাই মুসলামান। কিন্তু এটি পুরোপুরি ধর্মীয় ও আমাদের সংস্কৃতির সঙ্গে নিকেষের ব্যাপার না। সবার আগে জাতীয় নিরাপত্তা।
সম্প্রতি একই কারণে আফ্রিকার অন্যদেশ কঙ্গো, চাঁদ, ক্যামেরন ও গায়ানা নারীদের নেকাব পড়া নিষিদ্ধ করেছে। সূত্র : অনলাইন

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...