বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১০:৫৪
Home / নারী-পুরুষ / মহিলাদের মাসিকের সর্ব নিম্ন সময় কত ‍দিন!!

মহিলাদের মাসিকের সর্ব নিম্ন সময় কত ‍দিন!!

ফিক্‌হে হানাফী ডটকম:

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ।
মাননীয় মুফতীয়ানে কিরামদের কাছে আমর জানার বিষয় হলো, মহিলাদের মাসিকের সর্ব নিম্ন সময় কত ‍দিন? আশা করি দলীল সহ জানাবেন।

উত্তরঃ
ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহ মাতুল্লাহ।
হাদীস এবং ফিকাহ ফাতওয়ার কিতাব অধ্যায়নে এ কথা জানা যায় যে, মহিলাদের মাসিকের সর্ব নিম্ন সময় হলো তিন ‍দিন। যদি তিন দিন থেকে কম হয় তাহলে তা ইস্তেহাযা ধরা হবে। অর্থাৎ, অসুস্থতা ধরা হবে। হাদীসে আছে রাসুল সাঃ বলেন,

عَنْ أَبِي أُمَامَةَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقَلُّ مَا يَكُونُ مِنَ الْحَيْضِ لِلْجَارِيَةِ الْبِكْرِ وَالثَّيِّبِ ثَلَاثٌ , وَأَكْثَرُ مَا يَكُونُ مِنَ الْمَحِيضِ عَشَرَةُ أَيَّامٍ , فَإِذَا رَأَتِ الدَّمَ أَكْثَرَ مِنْ عَشَرَةِ أَيَّامٍ فَهِيَ مُسْتَحَاضَةٌ

অর্থাৎ, হযরত আবু উমামা রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ বলেন, মহিলাদের মাসিকের সর্ব নিম্ন সময় হলো তিন ‍দিন। এবং সর্ব উচ্চ সময় হলো দশ দিন। যথন রক্ত দশ দিনের পরে দেখা যাবে সেটা হবে ইস্তেহাযা। (সুনানে দারাক্বুতনী: ১/৪০৫ হাদীস নং ৮৪৬, মা’রেফাতুস সুনান ওয়াল আছার: ২/১৭০ হাদীস নং ২২৬৫)

হানাফী মাযহাবের সুপ্রসিদ্ধ কিতাব হেদায়া আছে।

أقل الحيض ثلاثة أيام ولياليها وما نقص من ذلك فهو استحاضة لقوله عليه الصلاة و السلام [ أقل الحيص للجارية البكر والثيب ثلاثة أيام ولياليها وأكثره عشرة أيام ]

অর্থাৎ, মহিলাদের মাসিকের সর্ব নিম্ন সময় হলো তিন ‍দিন। যদি তিন দিন থেকে কম হয় তাহলে তা ইস্তেহাযা ধরা হবে। অর্থাৎ, অসুস্থতা ধরা হবে। কেননা, রাসূল সাঃ বলেন, মহিলাদের মাসিকের সর্ব নিম্ন সময় হলো তিন ‍দিন। এবং সর্ব উচ্চ সময় হলো দশ দিন। (হেদায়া: ১/৩২, মাবসুত: ১/৩৩১, তুহফাতুল ফুকাহা: ১/৩৩, মুহীতে বুরহানী: ১/২০৯)

শায়েখ মুফতী ফখরুল ইসলাম নিজামপূরী।
পরিচালক: ফিকহে হানাফী রিসার্চ সেন্টার চট্টগ্রাম, বাংলাদেশ।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...