সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৪:৩০
Home / প্রতিদিন / নতুন ‘শিক্ষা আইন’ এর বিরুদ্ধে ময়দানে নেমে আসতে হবে

নতুন ‘শিক্ষা আইন’ এর বিরুদ্ধে ময়দানে নেমে আসতে হবে

কমাশিসা ডেস্ক : শিক্ষা আইননাস্তিক্যবাদ প্রতিষ্ঠা এবং ইসলামি শিক্ষা ধ্বংস করার জন্যই কতিপয় লোক সরকারের ছত্রছায়ায় প্রস্তাবিত শিক্ষা আইন দিয়ে মাদরাসাসমূহ কোনঠাসা করার হীন চক্রান্তে মেতে উঠেছে। প্রস্তাবিত শিক্ষা আইন বিষয়ে ঢাকার যাত্রাবাড়ী জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদরাসায় অনুষ্ঠিত উলামায়ে কেরামদের এক মতবিনিময় সভায় প্রস্তাবিত শিক্ষা আইন নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী মাদরাসার মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম ও মাওলানা আবদুল আউয়াল, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, শায়খ জাকারিয়া রাহ. ইসলামি রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতী মিযানুর রহমান সাঈদ, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় উলামায়ে কেরামগণ আরও বলেন, কতিপয় ইসলাম বিরোধী নাস্তিক ইসলাম ও মাদরাসা শিক্ষাকে ধ্বংস করতে এবং জাতিকে নাস্তিক বানাতেই সরকার শিক্ষা আইন নামে নতুন আইন সংযোজন করতে উঠে পড়ে লেগেছে। জাতিকে সেক্যুলার মানসিকায় গড়ে তুলতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে দেশের বরেণ্য উলামায়ে কেরামগণ মনে করেন। সরকারের ছত্রছায়ায় ইসলাম ও মাদরাসা শিক্ষার বিরোধী গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধভাবে এ চক্রান্ত করছে।

উলামায়ে কেরামগণ আরও বলেন, কওমি মাদরাসাগুলোকে নিয়ন্ত্রণ করার হীন ষড়যন্ত্রের অংশ হিসেবেই “শিক্ষা আইন” নামে কালো আইন তৈরি করতে যাচ্ছে ওই মহলটি। কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতাই হলো নতুন শিক্ষা আইন। ইসলামি শিক্ষাকে রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সকলকে এই আইনের বিরুদ্ধে ময়দানে নেমে আসতে হবে।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...