ইসলাম বলে ডানদিকে কাত হয়ে ঘুমাতে আর বিজ্ঞান বলে ডানদিকে কাত হয়ে ঘুমালে হার্ট সবচেয়ে ভালো ভাবে পুরো শরীলে রক্ত পাম করতে পারে।
ইসলাম বলে মদ পান না করতে আর বিজ্ঞান বলে মদ পানে লিভার নষ্ট,সামাজিক অশান্তি সৃষ্টি এবং মৃত্যু ঘটাতে পারে।
ইসলাম বলে শূকরের মাংস না খেতে আর বিজ্ঞান বলে শূকরের মাংস লিভার,হার্ট,ব্রেনসহ যে কোন অঙ্গ ধ্বংস এবং অধিক মেদ বৃদ্ধি করে।
ইসলাম বলে পশু জবেহ করে খেতে আর বিজ্ঞান বলে জবেহ করা পশুর মাংস অন্য যে কোন ভাবে হত্যা করা পশুর মাংস থেকে নিরাপদ ও ভালো।
ইসলাম বলে বিবাহ বহিরভূত দৈহিক সম্পর্ক না করতে আর বিজ্ঞান বল বিবাহ বহিরভূত দৈহিক সম্পর্ক এইডস এর ঝুকি বৃদ্ধি এবং দাম্পত্ত জীবনে অশান্তি সৃষ্টি করে।
এখানে শুধুমাত্র ৫টি বিষয় উদাহরন সরূপ তুলে ধরা হল যে কথাগুলো আল্লাহ তায়লা প্রায় ১৪০০ বছর পূর্বে বলেছিলেন যা বিজ্ঞান ১৪০০ পর এসে সঠিক ব্যাখ্যা জানতে বা করতে পারতেছে আমরা ততটুকুই জানব যতটুকু আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছেন আমরা যা জানি না আল্লাহ তা জানেন আমরা যা বুঝি না আল্লাহ তা বুঝেন সুতরাং আধুনিকতা বা বিজ্ঞানের নামে ইসলাম থেকে দূরে সরে গেলে একসময় হয়তো নিজেকে আবিষ্কার করবেন আপনি ভূল পথে আছেন আর তখন কান্না করা ছাডা কিছুই থাকবে না আপনার বিজ্ঞান ভূল হতে পারে; কিন্তু ইসলামের একটা বাক্যও ভুল হতে পারে না ।