বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৭:৫৩
Home / কুরআন / দরবস্ত আল মনসূর মাদরাসার সম্মেলনে মাওলানা শাহ নজরুল ইসলাম : কওমী মাদরাসাগুলো সুনাগরিক তৈরির কারখানা।

দরবস্ত আল মনসূর মাদরাসার সম্মেলনে মাওলানা শাহ নজরুল ইসলাম : কওমী মাদরাসাগুলো সুনাগরিক তৈরির কারখানা।

12184289_847041958750777_6232874461688337240_oশাহিদ হাতিমী, জৈন্তাপুর থেকে :: বিশিষ্ট আলেমেদ্বীন, ইসলামি চিন্তাবিদ, লেখক গবেষক- মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, ইসলাম কখনো নৈরাজ্য পছন্দ করে না। ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না। কোথাও ইসলাম অকল্যাণের পথে চলার অনুমোদন দেয়নি। কওমী মাদরাসাগুলো সুনাগরিক তৈরি করছে। আলিম, হাফিজ, কারী, মুফতী, মুহাদ্দিস হতে হলে কওমী মাদরাসায় পড়তে হয়। কওমী মাদরাসার শেকড় মসজিদে নববীর সাথে। কওমী মাদরাসায় পড়ুয়ারা সবসময় দেশ, জাতি, সমাজ ও জনগণের কল্যাণকামিতায় লিপ্ত থাকেন।
গতকাল মঙ্গলবার সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত আল মনসূর মাদরাসার এনামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন। মাদরাসার সহকারী পরিচালক হাফিজ তাজুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা শিহাব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন জৈন্তার সর্বজনাব আলেম- দারুল হাদিস মদীনাতুল উলূম খরিলহাট মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান দরবস্তী। প্রধান মেহমান হিসেবে নসিহত পেশ করেন আল্লামা আলিম উদ্দীন দুর্লভপুরী
11222495_847041952084111_1605414311249520914_oসম্মেলনে নসিহত পেশ করেন ও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট শিবগঞ্জস্ত আকবরী জামে মাসজিদের ইমাম ও খতিব মাওলানা শরিফ উদ্দীন ক্বাসিমী, হাফিজ মাওলানা রফিকুল ইসলাম, মাওলান মঈন উদ্দীন, মাওলানা মুফতী জিল্লুর রহমান , হাফিজ মাওলানা আব্দুল হাই, লেখক হাফিজ শাহিদ হাতিমী, হাফিজ জয়নুল আবদীন ডালিম, হাফিজ এখলাছুর রহমান প্রমূখ।
সকাল ১০টি থেকে শুরু হওয়া এনামী জলসায় শত শত মানুষের উপস্তিতি সম্মেলনটি ৫টি পর্বে সম্পন্ন হয়।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

জাগতিক ও ইসলামী শিক্ষা

#জাগতিক_ও_ইসলামী_শিক্ষা মানুষের খুদি বা রূহকে উন্নতিসাধনের প্রচেষ্টার নামই হলো শিক্ষা, কথাটি আল্লামা ইকবালের। রবীন্দ্রনাথের মতে, ...