বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৭:৫৮
Home / আকাবির-আসলাফ / বরুণা মাদরাসার মাহফিলে মাহমুদ মাদানী : বর্ণভী (রাহ.) ছিলেন যুগের আধ্যাত্মিক রাহবার।

বরুণা মাদরাসার মাহফিলে মাহমুদ মাদানী : বর্ণভী (রাহ.) ছিলেন যুগের আধ্যাত্মিক রাহবার।

সঠিক ইসলামী শিক্ষার একমাত্র ধারকবাহক কওমী মাদ্রাসাই -সায়্যিদ মাহমুদ মাদানী

12226832_871584669622651_820510883_nএহসান বিন মুজাহির, মৌলভীবাজার : যুগের এই ক্রান্তিলগ্ন অতিক্রম করতে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে হবে, এর বিকল্প আর কোনো এমন মাধ্যম নেই যা যুগের এই ক্রান্তিলগ্নে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এদেশে সঠিক ইসলামী শিক্ষার একমাত্র ধারকবাহক কওমী মাদ্রাসাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে পুর্ণাঙ্গ দ্বীনের শিক্ষা দেওয়া হয় বলে মন্তব্য করেছেন ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানীর (রাহ) সুযোগ্য জানেশীন, আকাবীরদের স্বর্ণালী পথের এক জীবন্ত উপমা, বিশ্ববরেণ্য আলেম, শায়খুল ইসলাম, আওলাদে রাসুল (সা.) হজরত সায়্যিদ হুসাইন আহমদ মাদানীর (রাহ) দৌহিত্র জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল, ভারতীয় পার্লামেন্টের সাবেক এমপি হজরত মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী। একই সঙ্গে তিনি শায়খ আল্লামা লুৎফুর রহমান বর্ণভীকে (রাহ.) যুগের একজন আধ্যাত্মিক রাহবার বলেও মন্তব্য করেছেন। তিনি রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় শায়খে বর্ণভী (রাহ.) এর স্মৃতিবিজড়িত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার উদ্যোগে বরুণাস্থ মসজিদে আবু বকরে (রা.) অনুষ্ঠিত এক বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। এতে সহস্রাধিক মুসল্লির সমাবেশ ঘটে।
জেলার প্রত্যন্ত অঞ্চলের থেকে সহস্রাধিক ধর্মপ্রাণ তাওহিদী জনতাসহ, মৌলভীবাজারের শীর্ষ আলেম-ওলামা, মাশায়েখ এবং বিভিন্ন কওমী মাদরাসার ছাত্র-শিক্ষদের প্রাণবন্ত উপস্থিতিতে এসময় মাদরাসা মসজিদ মুখরিত ছিলো। এসময় বরুণা এলাকা যেন হাজার হাজার ওলামা-মাশায়েখ ও তরুণ আলেমের এক মিলনমেলায় পরিণত হয়। দুপুর ১২টায় মাহফিলের কার্যক্রম শুরু হয়।
আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম ও বরুণা মাদরাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মাঝে নসিহত পেশ করেন ওলি ইবনে ওলি শায়খুল হাদিস মুফতি রশীদুর রহমান ফারুক বরুণী, শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী প্রমুখ। সাইয়্যিদ মাহমুদ মাদানী আরও বলেন, আল্লামা লুৎফুর রহমান বর্ণভী (রাহ.) আধ্যাত্মিকতার উচ্চ শিখরে পৌছে ছিলেন যার দরুন হজরত হোসাইন আহমদ মাদানী (রাহ.) বর্ণভীকে (রাহ.) দু’বার খেলাফত প্রদান করেছিলেন। বাস্তবেই হযরত শায়খে বর্ণভী (রাহ.) যুগের একজন আধ্যাত্মিক রাহবার ছিলেন। তারঁ উত্তরসুরীরা আজ দেশ বিদেশে ইসলামের সুমহান খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। বিশেষ করে বাংলাদেশে তাদের পরিচালিত এই বিশাল দ্বীনি খেদমত দেখে আমি অভিভুত।
সভাপতির বয়ানে আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী বলেন উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে শায়খুল ইসলাম হযরত মাদানী (রাহ.) ভূমিকা ছিল সবার শীর্ষে। তারই স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ভূমিকার সূফল আজকের ভারত, বাংলাদেশ ও পাকিস্তান। মাহফিল শেষে দেশের ও বিশ্বের সব মুসলমানের শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে ফেদায়ে মিল্লাত মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী বিশেষ মুনাজাত পরিচালনা করেন। এ সময় পুরো মসজিদজুড়ে কান্নার রোল পড়ে যায়। বরুণা মাদরাসার ওয়াজ ও দোয়া মাহফিলটি সুষ্ঠুভাবে সম্পাদনা করতে পারায় বরেণ্য অতিথি সায়্যিদ মাহমুদ মাদানীসহ আগত সকল ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বরুণা মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ নূরে আলম হামিদী ও মাওলানা শেখ বদরুল আলম হামিদী।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...