
কুতুবে দাওরান, মুজাদ্দিদে জামান, জানিশীনে বর্ণভী, হজরত শায়খে বর্ণভী (রাহ.) এর স্মূতিবিজড়িত জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণা মাদরাসায় সায়্যিদ মাহমুদ মাদানীর আগমন উপলক্ষে বরুণা মাদরাসার উদ্যোগে বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বরুণা মাদরাসার প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা খলীলুর রহমান হামিদীর সভাপতিত্বে দুপুর ১২টায় মাহফিলের কার্যক্রম শুরু হবে। আজ রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৩টার মধ্যে যে কোনো সময় তিনি বরুণা মাদরাসায় গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন । মহতি মাহফিলে বয়ান পেশ করবেন ওলি ইবনে ওলি শায়খুল হাদিস মুফতি রশীদুর রহমান ফারুক বরুণী।
মোবারকময় মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেছেন বরুণা মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ নূরে আলম হামিদী ও মাওলানা শেখ বদরুল আলম হামিদী।