রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৯:৪০
Home / প্রতিষ্ঠান / ইসলামী শিক্ষা ছাড়া এ জাতির ভাগ্য কোন দিন সুপ্রসন্ন হতে পারে না: প্রিন্সিপাল হাবীব

ইসলামী শিক্ষা ছাড়া এ জাতির ভাগ্য কোন দিন সুপ্রসন্ন হতে পারে না: প্রিন্সিপাল হাবীব

Jamea-Jinnurain-Madrasa-Photo-6.11.15সিলেটের জামেয়া ইসলামিয়া জিন্নুরাইন মাদ্রাসার ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেন, এদেশে ইসলামী শিক্ষার অভাবে জনগণ আজ পদে পদে লাঞ্ছিত হচ্ছে। সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে কওমী শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই।তিনি আরো বলেন, আজ এদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এ জাতির ভাগ্য দিন দিন অবনতির দিকে এগুচ্ছে।  ইসলামী শিক্ষা ছাড়া এ জাতির ভাগ্য কোন দিন সুপ্রসন্ন হতে পারে না।
তিনি গত ৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় জামেয়া ইসলামিয়া জিননুরাইন মাদরাসার ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জিননূরাইন মাদরাসা কমিটির সভাপতি মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া জিননুরাইন কমপ্লেক্সের চেয়ারম্যান মহবুব আহমদ মাছুম, ধনুকান্দি মাদরাসার মুহতামিম ও বন্দর জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ, শাহপরান মাজার জামে মসজিদের খতিব ও খায়রুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মখলিছুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নূর উদ্দিন চৌধুরী, মাদরাসা কমিটির সহ-সভাপতি মুজাহিদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস, শাহ আলম মহি উদ্দিন, মাওলানা ইমরান আহমদ, মারাসা কমিটির সহ-সভাপতি মুখতার হোসেন, কোষাধ্যক্ষ শেখ শাহদাত হোসেন, শিক্ষা সচিব আব্দুল আহাদ, রুহুল আমীন চৌধুরী, এলাকার বিশিষ্ট মুরব্বী ফারুক মিয়া, চেরাগ আলী, আব্দুল মালিক চৌধুরী, আবুল কালাম, আব্দুস সবুর খান, আব্দুল মনাফ কানু, ইঞ্জিনিয়ার মাহবুব, আব্দুল হাই, হাফিজ কয়েছ, খালেদ মাহমুদ, সাইদুল ইসলাম সাঈদ, আব্দুল মান্নান, আব্দুর রব, সাব্বির আহমদ চৌধুরী, আলী আহমদ চৌধুরী, উবায়দুর রহমান চৌধুরী, কবির আহমদ, আব্দুল গফফার, আব্দুর রশীদ শিকদার, ফখরুল ইসলাম, ছমির উদ্দিন রাজু, হাফিজ আব্দুল্লাহ, ইসুফ আহমদ, ইসকন্দর আলী, শিপলু আহমদ, আব্দুস শাকুর প্রমুখ।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

মাদারিসে কওমিয়ার মূল সমস্যা ও তার সমাধানমূলক একটি পর্যালোচনা

কমাশিসা ডেস্ক: ২৩ সেপ্টেম্বার ২০২০। সমাজে জায়গা করে নেয়ার প্রবণতা সকলের মাঝে থাকে। একটি বনলতাও ...