বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:২৩
Home / প্রতিদিন / কওমী মাদরাসা।

কওমী মাদরাসা।

মুহিব খান

মুহিব খান ::

দেশ ও মানুষের নিরাপদ আশ্রয়। গোটা ভারতবর্ষের স্বাধীনতার দুর্গ। ইলমে নববীর সুরক্ষিত কেন্দ্র।
মৌলিক চেতনা, লক্ষ-উদ্দেশ্য ও শিক্ষা কাঠামো অক্ষুণ্ণ রেখে সময়ের চাহিদা পূরণে এর আরো সমৃদ্ধি ও সংস্কার প্রয়োজন বটে। এ বিষয়ে আমরাই ভাববো। এ নিয়ে দেশ জাতি ও ইসলামের দুশমনদের নাক গলানোর সুযোগ নেই। তথাকথিত জঙ্গিবাদের ঢালাও অপবাদ দিয়ে মাদরাসা বন্ধের ষড়যন্ত্রের পরিণাম ভালো হবে না।

এই বাংলাদেশেই জন্ম মোদের,
বাংলাদেশেই ঘর।
জন্ম থেকেই জন্মভূমির
প্রেমভরা অন্তর।
এই মাটি ফুল পাহাড় নদীর
আমরাও সন্তান।
শহর নগর গঞ্জ-গ্রামের
লক্ষ হাজার প্রাণ।
স্বাধীন দেশের স্বাধীন জাতির
সদস্য আমরাও।
মুক্ত স্বাধীন মত প্রকাশের
দাও- অধিকার দাও।
আমরা হেথায় বানভাসি নই,
কেউ আসিনি উড়ে।
ধ্বংস মোদের পারবে না কেউ
করতে গায়ের জোরে।
সত্য ন্যায়ের আমরা বারুদ,
আমরা জ্ঞানের আলো।
এই বারুদে লাগলে আগুন
শেষ হবে না ভালো।
জ্বালো- জ্বালো- আগুন জ্বালো,
জ্বালো- আগুন জ্বালো।

(এলবাম : নতুন ইশতেহার আসছে)

লেখক : ইঞ্চি ইঞ্চি মাটি খ্যাত জাগ্রত কবি

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...