বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৮:৪৮
Home / অনুসন্ধান / চার প্রতিমা ভাঙচুর- ছাত্রলীগ নেতাসহ ৭ জনকে গণধোলাই করল স্থানীয়রা

চার প্রতিমা ভাঙচুর- ছাত্রলীগ নেতাসহ ৭ জনকে গণধোলাই করল স্থানীয়রা

প্রতিমাবরিশালের উজিরপুর উপজেলার পূর্ব হারতা সার্বজনীন পূজা মন্দিরে হামলা চালিয়ে গণেশ, কার্তিক ও অশুরসহ চারটি প্রতিমা এবং চেয়ার-টেবিল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলায় দুজন আহত হন। ঘটনার পর গতকাল সন্ধ্যায় স্থানীয় লোকজন পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইয়ার হোসেনসহ ৭ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এ ব্যাপারে হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হরেন রায় জানান, গতকাল দুপুর ১২টার দিকে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের ইয়ার হোসেনসহ এক দল যুবক পূর্ব হারতা সার্বজনীন মন্দিরের কাছে বেড়াতে যায়। এ সময় স্থানীয় কিছু যুবকের ১০ টাকা করে চাঁদা উঠানো নিয়ে তাদের সঙ্গে বাদানুবাদ হয়। ঘটনার জের ধরে সন্ধ্যায় দলবল নিয়ে ওই মন্দিরে হামলা চালিয়ে চারটি প্রতিমা এবং চেয়ার-টেবিল ভাঙচুর করেন ইয়ার হোসেন। একপর্যায়ে স্থানীয়রা হামলাকারী ইয়ারসহ ৭ যুবককে আটক করে গণধোলাই দিয়ে তাদের পুলিশে সোপর্দ করেন। উজিরপুর থানার এসআই শামীম বলেন, হামলা এবং প্রতিমা ভাঙচুরের সময় জনতা ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সূত্র : অনলাইন

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...