বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৯:০৬
Home / অনুসন্ধান / খোকার ১৩ বছরের কারাদণ্ড

খোকার ১৩ বছরের কারাদণ্ড

সাদেক হোসেন খোকাকমাশিসা ডেস্ক :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক আবু আহমেদ জমাদ্দার এ রায় ঘোষণা করেন।
এ মামলায় আদালত ৪০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। মামলার শুরু থেকে খোকা পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, সাদেক হোসেন খোকা ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৯ কোটি ৬৪ লাখ ৩ হাজার ৬০৯ টাকার তথ্য গোপন করেছেন। ২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা ২ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন। এরপর ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলাটি দায়ের করা হয়। মামলায় ২০০৮ সালের ১ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলায় খোকার স্ত্রী মিসেস ইসমত আরাও আসামি। অভিযোগপত্র দাখিলের পূর্বে হাইকোর্ট ইসমত আরার অংশের মামলার কার্যক্রম স্থগিত করায় তার অংশের তদন্তও স্থগিত আছে। এ ছাড়া মামলার শুরুতে খোকার ছেলে ইসরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেক আসামি থাকলেও তাদেরকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়।
খোকা চিকিৎসার নামে বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...