বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:৩২
Home / অর্থনীতি / বাংলাদেশের অর্থনীতির নিশ্চয়তা নেই: বিশ্বব্যাংক

বাংলাদেশের অর্থনীতির নিশ্চয়তা নেই: বিশ্বব্যাংক

World Bankবাংলাদেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল পথে আছে। কিন্তু তার নিশ্চয়তা নেই বলে মনে করছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক বলছে, ব্যক্তি খাতের বিনিয়োগে স্থবিরতা এখনো কাটেনি। রাজস্ব আদায়ে টার্গেট পূরণও চ্যালেঞ্জিং। তাই ২০১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬ দশমিক ৫ শতাংশের বেশি হবে না।
মঙ্গলবার সকালে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের সার্বিক প্রবৃদ্ধি ভালো। মূল্যস্ফিতিও কমেছে। তবে আন্তর্জাতিক অর্থনীতির ঝুঁকির চিত্র পাল্টানোর সঙ্গে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ছেনা। ফলে সরকারের ৭ শতাংশ প্রবৃদ্ধি র্অজর্নের টার্গেট পূরণ নাও হতে পারে।
ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ (লিড ইকোনমিস্ট) জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, এক দিকে রাজনৈতিক অস্থিরতা আছে। অন্যদিকে দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থনীতির বেলাতেও স্থিরতা নেই। আগে ঝুঁকি বিবেচনা করা হতো অভ্যন্তরীণ ইস্যু নিয়ে। কিন্তু এখন আন্তর্জাতিক বৈশিষ্ট্য-গতি প্রকৃতি বিবেচনায় নেয়া হয়। এতে দেখা যাচ্ছে সেখানেও অনিশ্চয়তা বেড়েছে।

সূত্র : আমার দেশ

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...