কমাশিসা ডেস্ক :: গত ছয় থেকে সাত বছর মার্কিন নীতি বাংলাদেশের জন্য ‘স্বস্তিদায়ক’ ছিল না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি রবিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন। জাতিসংঘের অধিবেশন যোগদান এবং বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় যোগদান বিষয়ে এই ব্রিফিং করেন অর্থমন্ত্রী।
মুহিত বলেন, ‘বাংলাদেশ ও রাশিয়া- এ দুটি দেশের প্রতি মার্কিন নীতিতে বিরূপ মনোভাব পোষণ করা হয়। তবে এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে তেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে না। বিগত সাত বছরে আমরা তা প্রমাণ করেছি।’
মার্কিন নীতির বিষয়ে তিনি বলেন, ‘এটা তাদের নীতি, তাদের বিষয়; এটা নিয়ে বলার কিছু নেই।’
এ সময় অর্থমন্ত্রী সম্প্রতি বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনাকে নাথিং (কিছু না), বলে মন্তব্য করেন।
তিনি বলেন, আমেরিকায় এর চেয়ে বেশি খুন হয়। এটা নিয়ে হইচই করার কিছু দেখি না।
আমাদের দেশের লোকজনওতো বিদেশে মারা যায় মন্তব্য করে মুহিত বলেন, ‘বাংলাদেশে ল’ অ্যান্ড অর্ডার ইজ ওয়ান্ডারফুল’।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে এক প্রশ্নে তিনি বলেন, ‘বেগম জিয়া লন্ডনে অবস্থান করবেন কিনা আমি জানি না। তবে তার সকল কৌশল ব্যর্থ হয়েছে।’
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষকরা একটা বিশেষ অবস্থানে পৌঁছেছেন, এটা দুঃখজনক। এটা নিয়ে কিছু বলতে চাই না। বিষয়টা নিয়ে শিক্ষমন্ত্রী তাদের (শিক্ষকদের) সঙ্গে বসেছেন।’
সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ৫০০ মিলিয়ন ডলার চাওয়া হয়েছিল, তারা ২৫০ ডলার দিতে রাজি হয়েছে।’