বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:১৫
Home / প্রতিদিন / সৌদীআরবে আন্জুমানে তা’লীমুল কুরআনের দায়িত্বশীল ও সুধী সমাবেশ অনুষ্টিত

সৌদীআরবে আন্জুমানে তা’লীমুল কুরআনের দায়িত্বশীল ও সুধী সমাবেশ অনুষ্টিত

Anjuman 01অান্জুমানে তা’লীমুল কুরআন সৌদীআরবের জেদ্দা মহানগর শাখার উদ্যোগে, গত ৯ই অক্টোবর ২০১৫ইং শুক্রবার রাত ৯টায় বাবশরিফ সিটিতে নগর সভাপতি হাফিজ ক্বারী শরীফ আহমদের সভাপতিত্বে দায়িত্বশীল ও সুধী সমাবেশ অনুষ্টিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্জুমানে তা’লীমুল কুরআনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, জামি’আ তা’লীমুল কুরআনের নায়েবে মুহতামিম, ত্রৈ মাসিক দাওয়াতুল কুরআনের নির্বাহী সম্পাদক, মাওলানা ক্বারী ইমদাদুল হক নোমানী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন
আন্জুমানের সৌদীআরব এর ইন্চার্জ ত্রৈ মাসিক দাওয়াতুল কুরআন এর সৌদীআরব প্রতিনিধি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, মাওলানা ক্বারী মুহাম্মাদ আবদুল মুকিত, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আন্জুমানের জেদ্দা মহানগরীর উপদেষ্টা, ত্রৈ মাসিক দাওয়াতুল কুরআন এর জেদ্দা প্রতিনিধি জনাব এনামুল হক এনাম, মহানগরীর উপদেষ্টা মাওঃ মাসুদ কামাল, নগরীর সহ-সভাপতি হাফিজ ক্বারী মইজ উদ্দিন মোঃ শিবলী, সুধীদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ মাওঃ মাহবুবুর রহমান, জনাব হাবিবুল্লা আব্দল মান্নান,

Anjuman 02জনাব আবদুল হক আহাদ, জনাব মুহাম্মাদ লকুছ মিয়া, জনাব মুহাম্মাদ হেলাল আহমদ, জনাব মইন উদ্দিন, জনাব হোমায়ুন কবির লিটন, জনাব জসিম উদ্দিন, জনাব হেলাল মিয়া, সমাবেশে প্রবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন – হাফিজ ক্বারী মন্জুরুল ইসলাম, হাফিজ ক্বারী মইজ উদ্দিন মোঃ শিবলী, মাওঃ ক্বারী মিসবাহ উজ্জামান, জনাব মুহাম্মাদ নাসির উদ্দিন,  ক্বারী মুহাম্মাদ গিয়াস উদ্দিন, জনাব জসিম উদ্দিন, জনাব ইয়াকুব আলী,

Anjuman 05শিশুদের মধ্যে তেলাওয়াত করেন মুহাম্মাদ মুস্তাকিম আলী, লামিয়া হোসেন মমু, মুসাব্বিয়া হোসেন মাহা, তাসনিম হোসেন ইফাত, শিশুদের হাতে পুরুস্কার তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি, মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয় ।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...