রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৩:২১
Home / শিক্ষাঙ্গন / অসুস্থ ফকীহুল মিল্লাতের পাশে জমিয়ত নেতৃবৃন্দ

অসুস্থ ফকীহুল মিল্লাতের পাশে জমিয়ত নেতৃবৃন্দ

Mufti-A-Rahmanকমাশিসা ডেস্ক : দীর্ঘদিন যাবত গুরুতর অসুস্থ ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরাসহ অসংখ্য দ্বীনি মারকাযের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ফকীহুল মিল্লাত হজরত মাওলানা মুফতী আব্দুর রহমান দাঃবাঃ কে দেখতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মুফতী মুহাম্মদ ওয়াককাস সাহেব গতকাল ১৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে যান। তিনি বেশকিছু সময় সেখানে অবস্থান এবং মুহতারামের সুস্থতা কামনায় মহান আল্লাহর নিকট মোনাজাত করেন।

এসময় কেন্দ্রীয় জমিয়তের যুগ্মমহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম এবং মুফতী এনাম সাহেবসহ বসুন্ধরা মাদরাসার শিক্ষকবৃন্দ ও অসুস্থ ফকীহুল মিল্লাতের সন্তান মাওলানা আরশাদ উপস্থিত ছিলেন৷
ইতোপূর্বে জমিয়তের সিনিয়র সিনিয়র সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেবও অসুস্থ ফকীহুল মিল্লাতকে দেখতে যান৷
তার অবস্থা অপরিবর্তনীয় রয়েছে৷ আমরা তার সুস্থতার জন্য রব্বে কারীমের দরবারে দোয়া করি৷আমীন!

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

জাগতিক ও ইসলামী শিক্ষা

#জাগতিক_ও_ইসলামী_শিক্ষা মানুষের খুদি বা রূহকে উন্নতিসাধনের প্রচেষ্টার নামই হলো শিক্ষা, কথাটি আল্লামা ইকবালের। রবীন্দ্রনাথের মতে, ...