শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:৪১
Home / বিজ্ঞান-প্রযুক্তি / মোবাইল নম্বর পরিবর্তন না করেই অপারেটর পরিবর্তন

মোবাইল নম্বর পরিবর্তন না করেই অপারেটর পরিবর্তন

MNP Komashisha

কমাশিসা ডেস্ক : মার্চ-এপ্রিল থেকে মোবাইল ফোন নম্বর পরিবর্তন না করে অন্য অপারেটরের গ্রাহক হওয়া যাবে। এ জন্য গ্রাহকদের সর্বোচ্চ ৩০ টাকা মূল্য দিতে হবে।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, গ্রাহকরা যাতে মোবাইল নম্বর ঠিক রেখে তাদের পছন্দমতো অপারেটর বেছে নিতে পারে সেজন্য সরকার এমএনপি বা মোবাইল নম্বর প্রোটাবিলিটি সুবিধা চালু করছে।
এ সুবিধার ফি অর্থমন্ত্রণালয় অনুমোদন করলে শিগগির নিলাম করে ঠিকাদার ঠিক করা হবে। তারা সরকারকে সাড়ে পাচঁ শতাংশ হারে রাজস্ব ভাগাভাগি করবে।
তবে কোন গ্রাহক অপারেটর পরিবর্তন করলে কমপক্ষে ৪০দিন একই অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করতে হবে।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

ফেসবুক কি বন্ধ হয়ে যাচ্ছে?

কমাশিসা প্রতিনিধি:: তোপের মুখে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অনেকের মনে এখন প্রশ্ন জেগেছে ...