রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:৩০
Home / কওমি অঙ্গন / ৬ এপ্রিল ইসলামী লেখক ফোরামের সাধারণ সভা

৬ এপ্রিল ইসলামী লেখক ফোরামের সাধারণ সভা

কমাশিসা প্রতিনিধি::

আগামী ৬ এপ্রিল (শুক্রবার) বাদ জুমা জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে  ইসলামী ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা  অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সারাদেশ থেকে ফোরামের তিন শতাধিক সদস্য ছাড়াও বরেণ্য লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবি ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করবেন।

বেশ কিছু প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় অতিথিদের শুভেচ্ছা, আড্ডা এবং ফোরামের কার্যক্রমের সার্বিক পর্যালোচনা নিয়ে সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারন সভা সফল করতে সভাপতি জহির উদ্দিন বাবর ও সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম সদস্য ও সুধীবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

(উন্মুক্ত দাওয়াতনামা)

প্রসঙ্গত, ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’ ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারা দেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

ইতোমধ্যে সারা দেশের তিন শতাধিক লেখক এই সংগঠনের সদস্য হয়েছেন। আবেদন করেছেন আরও শতাধিক লেখক। বিভিন্ন কার্যক্রম দ্বারা ইসলামী লেখক ফোরাম ইতোমধ্যে তরুণ ধারার লেখকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

/এএম

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...