রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১১:১২
Home / খোলা জানালা / মরণের সময় খোদাবাজী স্ট্যান্ট কেন?

মরণের সময় খোদাবাজী স্ট্যান্ট কেন?

মোহাম্মাদা আব্দুল্লাহ আল-মামুন::

 

যখন একজন হিন্দু তার ধর্মের মৌলিক জিনিস পালন করে তখন তাকে সাধু বলি, যখন একজন খ্রিষ্টান তা পালন করে তখন তাকে পাদ্রি বলি,
যখন বৌদ্ধ পালন করে তখন তাকে মনক বলি, ইহুদী পালন করে তখন তাকে রহিত বলি, ওরা সবাই ধর্মীয় প্রতিনিধি হতে পারে, শুধু মুসলমানরা করলে তা মৌলবাদ আর উগ্রপন্থা হয়ে যায়  কেন?

গুজরাটের দাঙ্গা ঐ কুলাঙ্গার নামধারী হিন্দুরা করেছিল তখন তোমরা তাদেরকে জংগী মৌলবাদী বলোনি কেন?

মংডুতে মুসলিম নির্বিচারে নিধন ঐ বৌদ্ধ গেরুয়া পরিহিতরা করেছে তখন তোমরা তাদের সন্ত্রাসী মৌলবাদি বলোনি কেন?

ঐ ফিলিস্তিনে ইহুদীরা নির্বিচারে শিশু,মা, বোন,বাবাদের হত্যা করেছে তখন তোমরা তাদের মৌলবাদি বলোনি কেন?

ঐ ইরাকে খ্রিস্টানদের ভয়াবহ অত্যাচারের জবাব কেন মৌলবাদি হলোনা?

শুধু যারা ইসলাম বিদ্বেষী তাদের উপর তোমাদের সাজানো নাটকের অপর নাম মৌলবাদী! মুসলমানদের প্রিয় নাম মহান আল্লাহ ও তার রাসুল (সাঃ) কে নিয়ে বাজে মন্তব্য করিয়ে তোমরা প্রগতিশীল সাজতে গিয়ে এই কান্ড ঘটাও আর বলো যত দোষ সব মৌলবাদীর!

তোমরা প্রগতিশীলরা মারা গেলে কেন ঐসকল মৌলবাদীদের দিয়ে জানাজা দাও?

তোমরা তো ইসলামই মানো না জানাজার কি দরকার?

তোমরা নিজেদেরকে প্রকৃতির ঐ পশুদের খাদ্য হিসেবে দান করতে সমস্যা কোথায়?

মরণের সময় খোদাবাজী স্ট্যান্ট নিতে চাও, তাই নাকি?

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

বিকৃত যৌনতায় দিশেহারা জাতি: সমাধান কোন পথে?

শাইখ মিজানুর রাহমান আজহারী: বাংলাদেশে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। নারীকে বিবস্ত্র করা ...