বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১০:০৮
Home / অনুসন্ধান / সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ!

সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ!

কমাশিসা ডেস্ক::

বিশ্বে সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গত বছর তালিকায় ১১০তম অবস্থানে থাকা বাংলাদেশ এবার ১১৫তম অবস্থানে নেমে এসেছে। গত বুধবার জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ‘বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৮’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করেছে। আগামী ২০মার্চ বিশ্ব সুখী দিবসকে সামনে রেখে ১৭২ পৃষ্ঠার এ প্রতিবেদনটি প্রকাশ করা হল।

তালিকায় স্থান পেয়েছে মোট ১৫৬টি দেশ। মাথাপিছু মোট দেশজ উৎপাদন, সামাজিক সমর্থন, স্বাস্থ্যকর জীবনযাত্রা, সামাজিক স্বাধীনতা, ভদ্রতা ও দুর্নীতির অনুপস্থিতি বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর শ্রীলংকা ১১৬তম, পাকিস্তান ৭৫তম, নেপাল ১০১তম, ভুটান ৯৭তম ও মিয়ানমার ১৩০তম অবস্থানে রয়েছে।

এছাড়া সুখী দেশের তালিকায় ভারত পিছিয়ে ১১ ধাপ। গতবার ১২২তম থাকা ভারত এবার ১৩৩তম অবস্থানে রয়েছে। অবশ্য এক্ষেত্রে ভারতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।

/এএম

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...