শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:০৮
Home / শিক্ষাঙ্গন / জামেয়া মাদানিয়া কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল,ধর্মীয় শিক্ষার সাথে জাগতিক শিক্ষার এক অনন্য সমন্বয়

জামেয়া মাদানিয়া কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল,ধর্মীয় শিক্ষার সাথে জাগতিক শিক্ষার এক অনন্য সমন্বয়

ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্টান জামেয়া মাদানিয়া ইসলামিয়া কর্তৃক পরিচালিত কেজি এন্ড হাইস্কুল আজ সিলেট শহরে একটি উল্লেখ যোগ্য প্রতিষ্টানে পরিণত হয়েছে। বিগত প্রাথমিক সমাপনী পরীক্ষায় ছাত্র/ছাত্রি শতভাগ পাশের পাশাপাশি ৩টি গুল্ডেন এপ্লাস পেয়ে সিলেট শহরে প্রতিষ্টানটি মেধা তালিকায় ৩য় স্থান দখল করতে সক্ষম হয়েছে।

11987054_463615983763364_6319106124970915153_n 11223995_463616047096691_4213307682027223861_n

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

জাগতিক ও ইসলামী শিক্ষা

#জাগতিক_ও_ইসলামী_শিক্ষা মানুষের খুদি বা রূহকে উন্নতিসাধনের প্রচেষ্টার নামই হলো শিক্ষা, কথাটি আল্লামা ইকবালের। রবীন্দ্রনাথের মতে, ...