বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:২২
Home / আন্তর্জাতিক / কাতারে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন বাংলাদেশের আবু রায়হান

কাতারে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন বাংলাদেশের আবু রায়হান

জিম টেলিভিশনের উদ্যোগে কাতারে আয়োজিত তিজান আন নূর ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগীতায়  প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিশু ক্বারী হাফেজ আবু রায়হান। এছাড়াও ক্বেরাত প্রতিযোগীতায়  ৪র্থ স্থান  অর্জন করেন তিনি।

শিশুক্বারী হাফেজ আবু রায়হান নারায়নগঞ্জ আড়াইহাজারে অবস্থিত মুফতি আব্দুল কাইয়ুম কর্তৃক প্রতিষ্ঠিত বল্লভদী আল ইসলামিয়া একাডেমীর ছাত্র।

শিশুক্বারী আবু রায়হান ছাড়াও এ প্রতিযোগীতায় আরও দু’টি পুরস্কার লাভ করে বাংলাদেশ। হিফজুল কুরআন বিভাগে ২য় স্থান লাভ করে তানযিমুল উম্মাহ মাদ্রাসা ঢাকা এর ছাত্র হাফেজ হাফেজ আবু রায়হান। আর ক্বেরাত বিভাগে ৩য় স্থান লাভ করে দেশের খ্যাতিমান ক্বারী হাফেজ নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন ওয়াস্সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মাহমুদুল হাছান।

সৌজন্যে: ইনসাফ

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...