বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৫:৩৮
Home / কওমি অঙ্গন / স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বেফাক প্রতিনিধিদলের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বেফাক প্রতিনিধিদলের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি নুরুল আমিন ও আল-হাইআতুল উলয়া লিল-জামআতিল কওমিয়্যা-এর লিয়াজো কমিটির অন্যতম সদস্য মাওলানা মাযহারুল ইসলাম ছিলেন।

গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) রাত ১০ টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বেফাকেই এই প্রতিনিধি দল সাক্ষাত করেন বলে সূত্রে জানা গেছে।

বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস একটি অনলাইন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ (গতকাল) মূলত কথা হয়েছে রোহিঙ্গা বিষয়ে। সেখানে প্রশাসনের বিধি-নিষেধ আরোপের আলেমদের কাজের ধরণ কি হবে- সে বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে।’

‘মন্ত্রী মহোদয় বলেছেন, আপনারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে পারবেন। কোনো সমস্যা নেই।তিনি আমাদের প্রশাসনে দায়িত্বরত কয়েকজন ব্যক্তির ফোন নম্বরও দিয়েছেন যোগাযোগের জন্য। তিনি বলেছেন, তারা রোহিঙ্গাদের চাহিদা ও প্রয়োজনের কথা বলবেন এবং আইনি পরামর্শ দিবেন। সে অনুযায়ী কাজ করলে সমস্যা হবে না।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রী মহোদয় পরামর্শ দিয়েছেন যেনো স্থায়ী কোনো অবকাঠামো তৈরি করা না হয়। কেননা রোহিঙ্গাদের অন্যত্র সরিয়ে নেয়া হবে স্থায়ীভাবে। সরানোর পর সেখানেও আলেমদের স্থায়ী কাজের সুযোগ থাকবে।’

স্বীকৃতি বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘স্বীকৃতি বিষয়ে তো আলোচনা চলছেই। শিক্ষামন্ত্রণালয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়ে তা মন্জুরি কমিশনে গেছে। আজও আলোচনা হয়েছে। সরকারি প্রক্রিয়াও চলছে, আমরাও কাজ এগিয়ে নিচ্ছি।’

জানা গেছে, আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে প্রথমবারের মত সারা দেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত প্রথম কেন্দ্রীয় পরীক্ষার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উপস্থিত করা এবং তার মাধ্যমে সনদ বিতরণ কার্যক্রম উদ্বোধনের প্রস্তুতি চলছে।

বৈঠকে বেফাক মহাসচিব আহাকের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি কামনা করলে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথার আশ্বাস দেন।’ #সূত্র, আওয়ারইসলাম

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...