শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৯:৪৬
Home / আন্তর্জাতিক / ১০ দিনের ভিতর আল জাজিরা বন্ধ করতে হবে …!

১০ দিনের ভিতর আল জাজিরা বন্ধ করতে হবে …!

কমাশিসা নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধসহ ১৩ দফা দাবি জানিয়ে কাতারকে ১০ দিনের সময় দিয়েছে দেশটিতে বয়কটকারী উপসাগরীয় চারটি দেশ সৌদি আরব, আরব আমিরাত, মিশর এবং বাহরাইন।

২৩ জুন শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

দেশগুলোর দেওয়া ১৩ দফার মধ্যে রয়েছে- ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনা, কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়াসহ অন্যান্য।

জানা যায়, কুয়েতের মাধ্যমে কাতারের কাছে এই ১৩ দফা জানায় চার দেশ। যদি কাতার এই ১৩ দফা মেনে নেয় তবে কাতারের সঙ্গে পূনরায় সম্পর্ক স্থাপন করবে মধ্য প্রাচ্যের এই দেশগুলো।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...