কমাশিসা : সৌদি আরবে মসজিদে নববিসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনার অভিযোগে ৪৬ উগ্রবাদীকে গ্রেফতার করেছে পুলিশের সন্ত্রাস দমন বিভাগ। জেদ্দার হাজারাত নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর তুর্কি গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে।
তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা মসজিদে নববি ও জেদ্দায় মার্কিন কনসুলেটের নিটকবর্তী এক মসজিদে হামলার পরিকল্পনা চূড়ান্ত করে তারা। গ্রেফতারকৃত ৪৬ জনের মধ্যে ৩২ জন সৌদি নাগরিক। অন্যরা পাকিস্তান, ইয়েমেন, মিশর, সুদান, জর্ডান ও আফগানিস্তানের নাগরিক।
জেনারেল তুর্কি এ আটককে সৌদি আরবের নিরাপত্তা ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। সূত্র : আরব নিউজ