পূর্ব নির্ধারিত ১৫ মে তারিখেই অনুষ্ঠিত হবে কওমি মাদরাসার বোর্ডগুলোর সম্মিলিত তাকমিল পরীক্ষা। আজ কওমি স্বীকৃতি বাস্তবায়ন কমিটি ‘হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যা বাংলাদেশ’-এর এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আজ শনিবার বেলা ১১টায় মতিঝিলের নতুন অফিসে এ বৈঠক শুরু হয়। শেষ হয় দুপুর ৩টায়। বৈঠকে পূর্ব নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত বহাল থাকে। বাংলাদেশে মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস মিডিয়াকে এ খবর নিশ্চিত করেন।
এছাড়াও পরীক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তও হয়েছে বলে তিনি জানান। সিদ্ধান্তগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো একান্তই পরীক্ষার ব্যবস্থাপনার সাথে জড়িত। মিডিয়ায় বলার মতো নয়।’
তবে আগামীকাল তারা আবার বৈঠকে বসছেন বলেও তিনি জানান।