কমাশিসা : কওমি মাদরাসাগুলোতে সঙ্গীত হিসেবে গাওয়ার জন্য একটি আলাদা সঙ্গীত রচনা করলেন জাগ্রত কবি ও সঙ্গীত শিল্পী আল্লামা মুহিব খান। আজ ফেসবুকে সঙ্গীতটি পোস্ট করে তিনি লিখেছেন, বাংলাদেশের সকল কওমি মাদরাসায় সমবেত কণ্ঠে গাওয়ার জন্য আমার এই সংগীত উপহার। এই সংগীতের একটি সুনির্দিষ্ট সুরও রয়েছে; যা আমার নিজের কণ্ঠে রেকর্ড ও প্রচার হওয়ার আগে কোনো মনগড়া সুরে এটি গাওয়ার অথবা এর কোনো বাক্য বা বক্তব্য পরিবর্তন বা নকল করার বৈধতা নেই।
অনেক কওমি মাদরাসারই নিজস্ব সঙ্গীত বা তারানা রয়েছ। ইতোপূর্বে মাদরাসাতুল মাদিনার প্রিন্সিপাল লেখক মাওলানা আবু তাহের মিসবাহ একটি সঙ্গীত লিখেছেন। যা ‘আমরা এক কাফেলা’ নামে বেশ প্রসিদ্ধ ও পরিচিত।
মুহিব খান তার এই সঙ্গীতের নাম দিয়েছেন ‘তারানায়ে মাদারিসে কাওমিয়া’ অর্থাৎ ‘কওমি মাদরাসা সংগীত’। লিখেছেন ২৫ এপ্রিল মঙ্গলবার। আসুন জেনে নেই সঙ্গীতটি।
মাদরাসায়ে কাওমিয়ার সন্তান আমরা
আল্লাহর রাসূলের আমরা সিপাহী।
কওমি মাদরাসার সন্তান আমরা
আল্লাহর রাসূলের আমরা সিপাহী।
ঐ
আমরাই মাদীনার আলোকিত নূর
কুরআন হাদীসের সুললিত সুর
দু’ হাতে মশাল নিয়ে ইলমে নববীর
আমরা দীন-ঈমানের তারানা গাহি।
ঐ
সাহাবায়ে কেরামের পথ ধরে তাই
নায়েবে রাসূল (সাঃ) হবো আমরা সবাই
যামানার অন্ধকার ছিন্ন করে
আকাবিরীনের রাহে আমরা রাহী।
ঐ
আমাদের নেই দ্বিধা, নেই কোনো ভয়
সততা, আদর্শের আমরা পরিচয়
জান্নাতের ছায়াপথ ছেড়ে আমরা
মিছে এই জগতের চাই না শাহী।
ঐ
আমাদের চেতনা, আমাদের জ্ঞান
উলামায়ে কেরামের দোয়া অবদান
আমরা সেই চেতনায় করবো নিপাত
সব জুলুম, সব বাতিল, সব গুমরাহী।
ঐ
এই বাংলাদেশের আমরা সৌরভ
এশিয়া মহাদেশের আমরা গৌরব
পৃথিবীর দিকে দিকে হবো একদিন
আমরাই তাওহীদের পতাকাবাহী।
ঐ
আমরা স্বাধীনতার পতাকা ধরি
দেশ জাতি মানবতার আমরা প্রহরী
সমাজের পরতে পরতে আমরা
যে আলো ছড়াই; তার তুলনা নাহি।
ঐ