মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:২৩
Home / আন্তর্জাতিক / বন্দী পিতার উদ্দেশ্যে ফিলিস্তিনি মেয়ের আবেগঘন চিঠি

বন্দী পিতার উদ্দেশ্যে ফিলিস্তিনি মেয়ের আবেগঘন চিঠি

অনলাইন ডেস্ক : হামাস নেতা আবদুল্লাহ বারগুতি ইসরাইলের জেলে বন্দী। অত্যাচারী ইসরাইলের আদালত তাকে ৬৭ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আজ এক সপ্তাহ ধরে আবদুল্লাহ বারগুতির নেতৃত্বে ইসরাইলের জেলেখানায়  অনশন করছে ফিলিস্তিনি বন্দীরা।

আবদুল্লাহ বারগুতির ১৪ বছরের মেয়ে সাফা গত বৃহস্পতিবার স্কুলের ্এক অনুষ্ঠানে তার বাবার উদ্দেশ্যে একটি চিঠি পাঠ করে। সাফা রামাল্লার ওয়েস্ট ব্যাংকের কাসেম আল রামি গার্লস স্কুলের ছাত্রী। সে এক মাস বয়সে তার বাবাকে ্ইসরাইলি পুলিশ ধরে নিয়ে যায়।

‘‘তোমাকে দেখার, তোমার সাথে থাকার অধিকার আমার আছে বাবা!

বাবা, তুমি আমাদের গর্বের অনন্ত উৎস। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। প্রতি দিন প্রতি ক্ষণে আমি তোমাকে স্মরণ করি, তুমি জেগে থাকো আমার চেতনায়। তুমি অবিচল থাকো বাবা! আল্লাহর দয়ায় আগামী বছর তুমি আমাদের সাথেই থাকবে।

আমি আবার বলছি, তোমাকে দেখার, তোমার সাথে থাকার অধিকার আমার আছে বাবা! কারণ আমি এ কথা তোমাকে বার বার বলতে পারি না।’’

হামাস নেতা বারগুতি ২০০৩ সালে ইসরাইলি পুলিশের হাতে গ্রেফতার হয় এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাকে সামরিক কোর্ট সর্বোচ্চ ৬৭ বছর কারাদণ্ড দেয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...