বর্তমান সরকার তেঁতুল হজুরদের সঙ্গে সমঝোতা করে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে- বিএনপির এমন দাবি প্রসঙ্গে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশের তেঁতুল হুজুর চক্র হলো রাজাকার, পাকিস্তান ও জঙ্গিপন্থী। তেঁতুল হুজুর চক্র একটি ধর্মবিরোধী চক্র। এরা বাংলাদেশের কোনও আলেম, ওলামার প্রতিনিধিত্ব করে না। এদের সঙ্গে মহাজোটের রাজনৈতিক লেনদেনের কোনও প্রশ্নই ওঠে না।’
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাসদ সভাপতি বলেন, ‘যারা বাংলাদেশে রাজনীতি, সমাজনীতি ও গঠননীতি করবে তাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা ও সংবিধানের চার নীতিকে মানতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে চাইলে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও জামায়াতকে ছাড়তে হবে। তবেই তারা রাজনীতির উপযোগী হবে।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) এস এম মেহেদী হাসান, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।