সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ:
হে প্রিয় নেতা,
তুমি আজ ২০কোটি তাওহীদি জনতার প্রাণের স্পন্দন। ধন্য তোমার সাহসিকতা।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে
আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ দা.বা. ঐতিহাসিক বক্তব্য
তিনি আজ কোটি-কোটি তাওহীদি জনতার প্রাণের দাবির কথা প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশবাসী সহ বিশ্ববাসী পর্যন্ত পৌঁছে দিয়েছেন।
গণভবনে আজকের ওলামা সমাবেশে আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ সাহেবের উত্থাপিত গুরুত্বপূর্ণ দাবি সমূহ।
(১) অবিলম্বে সুপ্রিম কোর্ট চত্বরের সামনে থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারন করতে হবে।
(২) মসজিদের যায়গা অধিগ্রহণ যে আইন করা হচ্ছে তা অবিলম্বে বাতিল করতে হবে।
(৩) শাপলা চত্তরের ঘটনায় ওলামায়ে কেরামের বিরুদ্ধে করা সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
বাহ! সাহসী উচ্চারণ। এজন্য আল্লামা ফরীদ উদ্দীন মাসউদু সাহেবকে ধন্যবাদ দিতেই হয়। কারণ এসব দাবি শুধু আল্লামা ফরীদ উদ্দীন মাসউদু সাহেবের নয়। এসব দাবি কোটি-কোটি তাওহীদি জনতার। জনতার কথা তিনি শুধু বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেছেন।
তিনি আজ সবার ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ না দেওয়া কৃপণতার পরিচয়। আমাদের প্রধানমন্ত্রীও আজ উক্ত সমাবেশে উপস্থিত ওলামা হযরতদের যথেষ্ট সান্ত্বনার বাণী শুনিয়েছেন। প্রধানমন্ত্রী আল্লামা মাসউদ দা.বা এর সবদাবী মেনে নিয়ে কওমি মাদরাসার সনদ কে মাষ্টার্সের মান ঘোষনা করেছেন।