জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আরও এক মাস সময় দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সব উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারির জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি )।
ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আগে এনআইডি সংশোধন বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে-আগামী ৩১ অক্টোবরের মধ্যে নাগরিকরা সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদন করবেন। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবেন।
আবেদন পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে মতামত-সুপারিশসহ তা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে নির্দেশও দিয়েছে ইসি।
ইসি কর্মকর্তারা জানান, নির্ভুল স্মার্টকার্ড দেওয়ার সুবিধার্থে এবার আরও এক মাস সময় বাড়ানো হল। নির্ধারিত ফি দিয়ে ভোটারকে সংশ্লিষ্ট উপজেলায় সংশোধনের আবেদন করতে হবে।
এটাও পড়তে পারেন
কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ
খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...