শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১১:২৯
Home / কওমি অঙ্গন / লালখান বাজার মাদ্রাসায় তল্লাশি, আপত্তিকর কিছু পায়নি পুলিশ

লালখান বাজার মাদ্রাসায় তল্লাশি, আপত্তিকর কিছু পায়নি পুলিশ

কমাশিসা প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় অবস্থিত হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসায় জঙ্গিবাদ বিরোধী অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী মাদ্রাসায় তল্লাশি চালিয়েছে।

শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে পাঁচটা থেকে চারপাশে ঘিরে রেখে শতাধিক পুলিশ সদস্য মাদ্রাসার বিভিন্ন শ্রেণিকক্ষ ও ছাত্রাবাসের কক্ষে তল্লাশি চালায়।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আবদুল ওয়ারিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, শহরজুড়ে জঙ্গিবিরোধী ব্লক রেইড কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে।

অভিযান পরিচালনার সমন্বয়ককারী ও খুলশি থানার প্রধান ইতিমধ্যে টিভির সাথে সাক্ষাতকারে নিশ্চিত করেছেন যে, মাদ্রাসার হোস্টেলে আপত্তিকর কোন কিছু পাওয়া যায়নি।

এবং আইনশৃঙ্খলা বাহিনী মাদ্রাসা ছেড়ে গেছে।

এর আগে ২০১৩ সালে এই মাদ্রাসার ছাত্রাবাসে ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর ছেলে মুফতি হারুন ইজহার এক বিবৃতিতে ঘটনার সত্যতা স্বীকার করে কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ তল্লাশি চালিয়েছে, সন্দেহজনক কিছু না পেয়ে তারা চলে গেছে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...