মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১০:৩৭
Home / কওমি অঙ্গন / চট্টগ্রামে তিন মাদরাসা ছাত্র নিখোঁজ

চট্টগ্রামে তিন মাদরাসা ছাত্র নিখোঁজ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে একই মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়ার চার দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তাদের। গত বুধবার বিকেলে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম সৈয়দনগর দারুল কোরআন হেফজখানা থেকে নিখোঁজ হয় তারা। এ ব্যপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো- কক্সবাজার জেলার মহেশখালী থানার সিপাইপাড়ার মো. ছাবেরের ছেলে মো. সাজ্জাদ, ঘোটি ভাঙ্গা এলাকার শামসুল আলমের ছেলে মো. ইমরান ও মগকাটা এলাকার আবদুস শুক্কুরের ছেলে মো.ফয়সাল।

হেফজখানার আরবি শিক্ষক মো. কাউছার জানান, দুই বছর ধরে এ হেফজখানায় তারা পড়াশোনা করে আসছে। হঠাৎ করে গত বুধবার বিকেলে ওই তিন শিক্ষার্থীকে পাওয়া না যাওয়ায় গত বৃহস্পতিবার রাতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

নিখোঁজদের পরিবার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদ্রাসা শিক্ষক বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরাও তাদের খোঁজাখুঁজি করছি।

ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, হেফজখানার পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কমাশিসার ২১ দফা

কমাশিসা ডেস্ক: ১. একক কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বাস্তবায়ন করুন। ২. আধুনিক শিক্ষার সাথে সমন্বয় সাধন ...