অনলাইন ডেস্ক : ইরাকে নিজেদের পরাজয় ‘স্বীকার’ করার পর এবার মসুল ত্যাগ করেছেন আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। আইএসের অন্যান্য নেতা ও অনুসারীর কাছে যুদ্ধের দায়ভার ছেড়ে দিয়ে তিনি মসুল ত্যাগ করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
এ ব্যপারে মার্কিন ও ইরাকি গোয়েন্দা সূত্রগুলো বলছে, গণমাধ্যমে তার অনুপস্থিতি ও মসুলের পতনই বলে দিচ্ছে যে, তিনি মসুল যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছেন। শত্রুপক্ষের টার্গেটের শিকার হতে পারেন এই আশঙ্কায় তিনি অনবরত জায়গা পরিবর্তন করছেন।
এদিকে মার্কিন ও ইরাকি কর্মকর্তারা মনে করেন, জান বাঁচাতে আইএস নেতা এখন মরুভূমির কোথাও লুকিয়ে রয়েছেন। তবে স্বঘোষিত খলিফা ঠিক কোথায় আছেন তা নিশ্চিত করে বলা অসম্ভব।
গত সপ্তাহে এক বিবৃতিতে বাগদাদি ইরাকে নিজেদের পরাজয় ‘স্বীকার’ করে তিনি অ-আরব যোদ্ধাদের নিজ দেশে ফিরে যাওয়ার অথবা নিজেদের বোমায় উড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। ইরাকি টেলিভিশন নেটওয়ার্ক আলসুমারিয়ার বরাত দিয়ে এ খবর জানায় সংবাদমাধ্যম আল-আরাবিয়া।