মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৭:১১
Home / প্রতিদিন / নতুন নিষেধাজ্ঞাও বাধার মুখে
ফাইল ফটো

নতুন নিষেধাজ্ঞাও বাধার মুখে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন ভ্রমণ নিষেধাজ্ঞাও আইনি বাধার মুখে পড়তে যাচ্ছে। ছয় মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে সোমবার নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।

এ আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংস্থা ও ডেমোক্রেটিক দলের নেতারা। খবর বিবিসির।

ট্রাম্পের নতুন আদেশ জারির পরপরই এর বিরুদ্ধে সাংবিধানিকভাবে লড়াই চালানোর ঘোষণা দেয় অধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। সংগঠনটির অভিবাসী অধিকার বিষয়ক প্রজেক্টের পরিচালক ওমর জাদওয়াত একে ‘মুসলিম নিষেধাজ্ঞা’ উল্লেখ করে বলেন, ‘ট্রাম্প প্রশাসন আগের নিষেধাজ্ঞা থেকে অনেক সরে এলেও এখনও এটা মুসলিম নিষেধাজ্ঞা- যা মার্কিন আইন ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ’

আমেরিকান-আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি (এডিসি) এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...