বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১২:৪৯
Home / অনুসন্ধান / হেফাজতের দাবিতে পাঠ্যপুস্তকের পরিবর্তন কেনো অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি

হেফাজতের দাবিতে পাঠ্যপুস্তকের পরিবর্তন কেনো অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি

কমাশিসা : হেফাজতে ইসলামের দাবির মেনে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা কেনো অবৈধ নয় তা জানতে রুল জারি করেছেন আদালত। হাইকোর্টের জারিকৃত রুলে বলা হয়েছে ‘হেফাজতে ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে স্বনামধন্য লেখকদের লেখা বাদ দিয়ে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না?’

জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব ও জাতীয় পাঠ্যপুস্তক কারিকুলাম বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে রিটটি করেছিলেন দুই শিক্ষাবিদ— অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক মমতাজ জাহান।

রিটকারীদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মোস্তাফিজ রহমান খান ও সৈয়দ মামুন মাহবুব।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...