সালাহ উদ্দীন আয়ূবী:
আমি গত ৩১ জানুয়ারীর মধ্যের আইএস এর বিলুপ্তির একটি তারিখ ঘোষনা করেছিলাম গত ৬ মাস পুর্ব । আমার সেই তারিখ দেখে অনেক আইএস সমর্থক হেসেছিল। সেই বেকুব গুলো তখন কল্পনাই করতে পারেনি যে, সত্যি সত্যি আইএস বিলুপ্ত হয়ে যাবে।
কিন্তু আমার ঘোষিত তারিখ থেকে আইএস বিলুপ্তি ২ মাস পিছিয়ে যায়, কারণ এর মধ্যে শিয়া গোষ্টি কতৃক আলেপ্পো গনহত্যার চেষ্টা, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অভিযান কিছু দিনের জন্য স্হগিত ও তুর্কী-রাশিয়ার যুদ্ধ বিরতি, এই সব কারণে আইএস যুদ্ধাদের চুড়ান্ত বিলুপ্তিতে একটু সময় বেশী লাগে…
যাই হোক বর্তমানে আইএস যুদ্ধাদের কোন প্রভাব সিরিয়া ইরাকে নেই। শুধুমাত্র বর্তমানে আইএস এর সাথে যুদ্ধ নামের যে খেলা চলছে সেই খেলাটা হচ্ছে আইএস যুদ্ধাদের কে তাদের গোপন আস্তানা থেকে খুঁজে খুঁজে বের করে হত্যা করা হচ্ছে। বর্তমানে সিরিয়া ইরাকে আইএস এর বিরুদ্ধে যুদ্ধের নামে যে খেলা চলছে সেটা কোন যুদ্ধ নয়, সেটা মুলত আইএস যুদ্ধাদের হত্যার এক মহোৎসব…