কমাশিসা অনুসন্ধান ডেস্ক:
যেদিন ইসলাম নামক স্বত্মাকে দু টুকরো করে ধর্মের আবরণ দিয়ে বলা হলো : ধর্ম থাকবে মসজিদ মাদরাসা খানকার ভিতর ধার্মিকদের হাতে। আর জাগতিক নেতৃত্ব কর্তৃত্ব থাকবে অধার্মিকদের হাতে।
সেইদিন থেকে ধর্মীয় শিক্ষা ও জাগতিক শিক্ষার নামে ইসলামের সুমহান একক স্বত্মার কুরবানি ঘটে।
আসমানি ওহী ও ইসলামী শরিয়তের দ্বীখন্ডিত নীতির পক্ষে গড়ে উঠে ফতোয়ার আম্বার। তাইতো চিতারাজের জাতি আজ সেই দ্বৈত দ্বন্দের মারপ্যাচে মশগুল থাকার কারণে নেই অজেয় প্রতিরক্ষা, নেই দুর্ভেদ্ব্য সমর কৌশল, নেই জাতীয় সুরক্ষা, নেই নিরাপদ আবাসস্থল।
যারা একদিন পথে ঘুরতো লুটতরাজের জন্য তারা দায়ীমী মসনদে বসে ইসলাম এবং মুসলমানদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। নিরীহ নারী শিশুদের রক্তের সাগরে সাঁতার কাঁটছে!
হে নির্লিপ্ত জাতি!!!
বিবি তালাকের ফতোয়া থেকে জরা শির উচুঁ করে দেখ … তোমার পুর্ব পুরুষের সাহসী উপাখ্যান ………!!!