তাদের মতে মুসলমানজাতি জঙ্গিবাদে না জড়িয়ে এরদুগানের ষ্টাইলে সমগ্র মুসলিম বিশ্ব নিয়ন্ত্রন করলে মুসলমানদের সাথে কেই পেরে উঠবেনা।
এরদুগান ও বিষয়টা ভালভাবেই জানেন, তাই পশ্চিমা মিডিয়া তারকা মুসলমানেরা এরদুগানের সাথে দেখা করতে এলে তাদের কে ফিরিয়ে দেন না। যথ সময় অপচয় হোক তবুও তাদের সাথে সাক্ষাত দেন..
এই তারকা হচ্ছে বৃটেনের বিখ্যাত পপ সংগীত তারকা ক্যাট ষ্টিভেন। পরবতীতে মুসলমান হয়ে ইউসুপ ইসলাম হয়েছে। এখন একজন ধর্মপ্রচারকের ভুমিকায় আছেন..