শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:৪৪
Home / প্রতিদিন / স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিতর্কিত কোন ব্যক্তি অংশ নিতে পারবেন না

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিতর্কিত কোন ব্যক্তি অংশ নিতে পারবেন না

কমাশিসা : ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠানে বির্তকিত ব্যক্তি, যুদ্ধাপরাধী বা তাদের পরিবারের সদস্যরা অংশ নিতে পারবে না। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কোন স্বাধীনতাবিরোধী ও বির্তকিত মানুষ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অতিথি হতে পারবে না বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া জাতীয় পতাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং পতাকার অপব্যবহার রোধেরও সিদ্ধান্ত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় পতাকার যথাযথ মাপ, রং, উত্তোলন ও নামানোর সময় নির্ধারণ করে জাতিকে জানিয়ে দেবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিতে পারবে।

২৬শে মার্চের কর্মসূচিতে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...