রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৩:৪৭
Home / কওমি অঙ্গন / সিলেট কোর্ট পয়েন্টে কওমিপন্থী উলামায়ে কেরামের প্রতিবাদ সমাবেশ : ১২ ঘণ্টার আল্টিমেটাম

সিলেট কোর্ট পয়েন্টে কওমিপন্থী উলামায়ে কেরামের প্রতিবাদ সমাবেশ : ১২ ঘণ্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার : গত ২৭ ফেব্রুয়ারি সোমবার সুনামগঞ্জের ছাতক উপজেলার খাদিমুল ইসলাম পরিষদের ৩ দিনব্যাপী তাফসির মাহফিলের ২য় দিন ফুলতলীর পীরের সমর্থক কর্তৃক শান্তিপূর্ণ মাহফিলে অতর্কিত হামলার প্রতিবাদ ও মুসল্লি হত্যাকারীদের শাস্তির দাবীতে আজ বুধবার বাদ জোহর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ইত্তেহাদে আহলে সুন্নাত ওয়াল জামাত সিলেটের আহবায়ক মুফতী আবুল কালাম জাকারিয়ার সভাপতিত্বে যুগ্ম সদস্যসচিব অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী ও সদস্য মাওলানা এমরান আলমের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শান্তিপূর্ণ তাফসির মাহফিলে হামলাকারীরা পবিত্র কুরআনের দুশমন। বাংলাদেশ হক্কানী আলেম-উলামার দেশ। এদেশে কোন বেদাতী-ভণ্ডদের স্থান নেই। তাফসির মাহফিলে হামলাকারীরা ইহুদী-নাসারাদের দোষর। এরা জঙ্গিদের চেয়ে ভয়ঙ্কর। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা আগামি ১২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে সিলেটের আলেম সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেহাদে আহলে সুন্নাত ওয়াল জামাত সিলেটের প্রেসিডিয়াম সদস্য সোবহানীঘাট মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুল হক আমকুনী, দরগাহ শায়খুল হাদীস মুফতী মুহিব্বুল হক গাছবাড়ী, ভার্থখলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদ, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, দারুস সালাম মাদরাসার মুহতামিম মাওলানা ওলীউর রহমান, সংগঠনের যুগ্ম আহবায়ক মাওলানা রেজাউল করিম জালালী, সদস্যসচিব বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান।

প্রস্তাবনা পেশ করেন মাওলানা আবুল হাসান ফয়সল। বক্তব্য রাখেন কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সোবহান, গহরপুর মাদরাসার মুহতামিম মুছলেহ উদ্দিন রাজু, দারুল কুরআন সিলেটের শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, মাওলানা মাশুক আহমদ সালামী, কোরআন শিক্ষা বোর্ডের পরিচালক মাওলানা মুজ্জাম্মিল হোসাইন চৌধুরী, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, অধ্যক্ষ জাহিদ উদ্দিন চৌধুরী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা আসরারুল হক, মাওলানা শাহ মমশাদ আহমদ, দারুল উলুম সিলেটের মুহতামিম মাওলানা আব্দুল মালিক চৌধুরী, আব্দুল হান্নান তাফাদার, পীর আব্দুল জব্বার, মাওলানা নজমুদ্দীন কাসেমী, মুফতী ফয়জুল হক জালালাবাদী, মুফতী শামসুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা আহমদ ছগির, মাওলানা খলিলুর রহমান, প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দিন, মাওলানা এহতেশামুল হক কাসেমী, মুফতী রশিদ আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আলী নূর, ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা নূর আহমদ কাসেমী, মাওলানা নাঈম উদ্দিন, মাওলানা জয়নুল ইসলাম, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা আবদুর রহীম, মাওলানা ছদরুল আমীন, মাওলানা সাইফুর রহমান প্রমুখ।

সমাবেশে যেসব প্রস্তাব তুলে ধরা হয়-

১. ছাতকের তাফসির মাহফিলে হামলাকারী সন্ত্রাসীদের ধিক্কার ও নিন্দা জানিয়ে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী।
২. ছাতকে খাদিমুল ইসলাম আয়োজিত তাফসির মাহফিলে হামলা করে ভাংচুরের ক্ষতিপূরণসহ নিহত ও আহতদের ক্ষতিপূরণ আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।
৩. ভাংচুরকৃত সম্মেলনকে পুনরায় নির্মাণ করত সেই স্থানে সম্মেলন করার শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধির নিকট জোর দাবী।
৪. ভবিষ্যতে আর কোন দিন এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অঙ্গীকারাবদ্ধ হওয়ার দাবী জানান।

৫. প্রতিবাদ সমাবেশ সফল ও সার্থক করায় আলেম-উলামা ও প্রশাসন ও সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...