রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১২:২৯
Home / কওমি অঙ্গন / হবিগঞ্জে ২৩৮ কওমি কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান

হবিগঞ্জে ২৩৮ কওমি কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ ও বেফাকের সাবেক মহাসচিব ‘আল্লামা আব্দুল জব্বার জাহানাবাদী’-এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫১টি মাদরাসার মুমতাজপ্রাপ্ত ২৩৮ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বেফাকের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, দেড়শত বছর যাবত এ উপমহাদেশে কওমী মাদরাসার আলেম ওলামারা জাতিকে দিকনির্দেশনা দিয়ে আসছেন। অনেক বাধা এসেছে। সকল বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হয়েছে। আগামীতেও ঐক্যবদ্ধভাবে সকল বাধা অতিক্রম করে ঘরে ঘরে প্রকৃত ইসলামের দাওয়াত পৌছে দিতে বেফাক কাজ করে যাবে।

কৃতি শিক্ষাথীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেফাকের কেন্দ্রীয় মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী বলেন, বেফাককে নিয়ে কোনো রাজনীতি করা চলবে না। সরকার কওমী মাদরাসাকে স্বীকৃতি দিতে চায়। তবে তা সরকারের স্বার্থে আমাদের স্বার্থে নয়। দেওবন্দের আদলে স্বীকৃতি দিতে চাইলে আমরা তা মেনে নেব। অন্যথায় আমরা সরকারের স্বীকৃতি চাই না। সরকারের এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে।

মুফতি হাফেজ বশির আহমেদ ও  মাওলানা নিয়াজুর রহমান নিজামের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন- মাওলানা আইয়ূব বিন সিদ্দিক, মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা গোলাম কাদির, অধ্যাপক মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আমিমুল এহসান মাসুম, মাওলানা আনোয়ার আলী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাবির আল হুদা চৌধুরী, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা কাজী আব্দুল হাই, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা জুনাইদ আহমেদ শাকির, মাওলানা মুফতি মহসিন আহমেদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...