বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:৫৪
Home / পরামর্শ / রাগ নিয়ন্ত্রণের উপায়

রাগ নিয়ন্ত্রণের উপায়

মুফতি জিয়াউর রহমান :

আসলে রাগ সব বয়সের মানুষের একটি স্বভাবজাত সমস্যা হলেও বিশেষত এটি আমাদের যুবক ভাইদের বেলায় একটি কমন সমস্যা৷ রক্তে-মাংসে গড়া মানুষের ভেতরকার রাগ একটি অবিচ্ছেদ্য বিষয়৷ এটাকে সমূলে নির্মুল করা সম্ভব নয়৷ নিয়ন্ত্রণে রাখাই হচ্ছে জরুরি বিষয়৷ তাই নিয়ন্ত্রণের নানা উপায় ও পদ্ধতি রয়েছে৷

এখানে রাগ নিয়ন্ত্রণ বা সংযত রাখার কয়েকটি কার্যকর উপায় সম্পর্কে আলোচনা করছি-
১. যেহেতু রাগ অনেক ক্ষেত্রেই শয়তানের পক্ষ থেকে এসে থাকে, তাই রাগ আসার সাথে সাথেই ‘আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম’ পড়ুন৷

২. নীরব হয়ে যান৷ হাদীসে এসেছে, যখন রাগ আসে, তখন নীরব হয়ে যাও৷

৩. রাগ আসার সাথে সাথে আপনার অবস্থায় পরিবর্তন আনুন৷ অর্থাৎ দাঁড়ানো থাকলে বসে যান৷ এরপরও যদি রাগ নিয়ন্ত্রণে না আসে, বসা থেকে শুয়ে পড়ুন৷

৪. রাগ নিয়ন্ত্রণকারী ব্যক্তির জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদের কথা স্মরণ করুন৷ নিজেও সুসংবাদ গ্রহণ করুন৷

৫. সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামায পড়ে একটু বাইরের নির্মল বাতাস গ্রহণ করুন৷ হাঁটাচলা করুন৷
কারণ রাগ আসে মিযাজের ভারসাম্যহীনতার কারণে৷ আর মিযাজে ভারসাম্যহীনতা আসে মাথায় গ্যাঞ্জাম থাকলে৷ আর মাথার গ্যাঞ্জাম দূর হয় ভোরের নির্মল, স্বচ্ছ ও স্বাস্থ্যসম্মত বাতাস গ্রহণ করলে৷

৬. রাগ দমনের সর্বশেষ কার্যকর উপায় হচ্ছে, বিয়ে না করে থাকলে দ্রুত বিয়ে করে ফেলুন৷ বিয়ে আনে ঈমানে পরিপূর্ণতা৷ জীবনে আনে স্বচ্ছতা৷ দেমাগে আনে ভারসাম্যপূর্ণতা৷

যিনি পরামর্শ চেয়েছেন, তিনিও বিবাহিত নন, তাই সর্বাগ্রে বিয়ের পরামর্শই তাকে দিয়েছি৷ পরে অন্যান্য বিষয়গুলো বলেছি৷ অতএব আপনারাও বেছে নিন নিজের জন্যে আগে করণীয় কোনটি?

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...