আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম ও অনলাইন বুক শপ রকমারি ডটকম আয়োজিত অনলাইন সাংবাদিকতার হাতেখাড়ি বিষয়ক সার্টিফিকেট কোর্স সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় রাজধানীর বাংলামটরের হামদর্দ মিলনায়তনে শুরু হয়। শেষ হয় বিকেল ৬টায়।
আওয়ার ইসলামের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ানের পরিচালনায় উদ্বোধনী প্রশিক্ষণ প্রদান করেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাসরুর জামান রনি।
এছাড়াও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আহমদ সেলিম রেজা ও শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন সাংবাদিকতা ও ভাষা দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দেন।
কোর্সটিতে দেশের নানা প্রান্ত থেকে অংশ নেন ৪২ জন শিক্ষার্থী। সমাপনী অনুভূতিতে তারা আওয়ার ইসলামের এ আয়োজনকে খুবই উপকারী বলে অভিমত দেন এবং এটি ধারাবাহিকভাবে অব্যাহত রাখার অনুরোধ জানান।
বিকাল ৫টায় উত্তীর্ণদের সার্টিফিকেট দেয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুফতি আমিমুল ইহসান, সম্পাদক হুমায়ুন আইয়ুব ও মিডিয়া ব্যক্তিত্ব গাজী মুহাম্মদ সানাউল্লাহ।
আওয়ার ইসলামের সৌজন্যে