রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:৫২
Home / প্রতিদিন / অন্ধ হাফেজ আবদুল করিম ইরান যাচ্ছেন

অন্ধ হাফেজ আবদুল করিম ইরান যাচ্ছেন

৭ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন সভা কক্ষে অনুষ্ঠিত বাছাই পর্বে সকল প্রতিযোগীকে পরাজিত করে ১ম স্থান অর্জন করে ৪র্থ বারের মত মারকাজুত তাহফিজ থেকে বাংলাদেশের পক্ষে ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যাচ্ছেন অন্ধ হাফেজ আব্দুল করিম।

হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত যাত্রাবাড়ী মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ আব্দুল করিম এর আগেও বেশ কয়েকটি দেশে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয় অর্জন করেছে। আবদুল করিমের এ যাত্রা যেন শুভ ও কল্যাণকর হয় সে জন্য দোয়া চেয়েছেন তার শিক্ষক ও পরিবারবর্গ।

উল্লেখ্য, ইতোপূর্বে মারকাজুত তাহফিজের ছাত্ররা সৌদিআরব, মিশর, আলজেরিয়া, লিবিয়া, ইরান, কুয়েত কাতার, গাম্বিয়া, বাহরাইন, দুবাই ও জর্দানে একাধিকবার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে। বিশ্ব দরবারে বাংলাদেশকে করেছে সমুজ্জল। ourislam

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...